ঘরের মধ্যে কয়েকটি শিশু খেলছিল। এরই মধ্যে হঠাৎ ঘরে আগুন লেগে যায়। অন্য শিশুরা তখন ঘরের বাইরে বেরিয়ে এলেও ভয়ে খাটের নিচে আশ্রয় নিয়েছিল শিশু মারিয়া (৮)। অগ্নিকাণ্ডে সেই ঘরসহ পুড়ে মারা গেছে শিশুটি। এ ঘটনায় বাড়ির চারটি ঘরসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে।
রোববার দুপুরে পাবনার সাঁথিয়া উপজেলার বিলচাপড়ি গ্রামের আরশেদ প্রামাণিক ও মোকছেদ প্রামাণিকের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মারিয়া উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের গয়েশবারিয়া গ্রামের রুবেল হোসেনের মেয়ে। সে নানাবাড়িতে বেড়াতে এসেছিল।
ক্ষতিগ্রস্ত পরিবার ও সাঁথিয়া ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, একই আঙিনায় দুই ভাই আরশেদ প্রামাণিক ও মোকছেদ প্রামাণিকের বাড়ি। দুপুরে বাড়ির লোকজন উঠানে পেঁয়াজ কাটছিলেন। আর মারিয়াসহ বাড়ির আরও কয়েকটি শিশু আরশেদ প্রামাণিকের ঘরে খেলছিল। এ সময় ঘরে হঠাৎ আগুন লেগে যায়। মুহূর্তেই আগুন বাড়ির অন্যান্য ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় অন্য শিশুরা দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেলেও মারিয়া ভয় পেয়ে ঘরের খাটের নিচে আশ্রয় নেয়। এতে মারিয়া পুড়ে যায়। খবর পেয়ে সাঁথিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভান। কিন্তু ততক্ষণে আগুনে মোকছেদ প্রামাণিক ও আরশেদ প্রামাণিকের দুটি করে মোট চারটি ঘর সম্পূর্ণ পুড়ে যায়। ঘরে থাকা পেঁয়াজ, ধান, পাটসহ অন্যান্য মালামালও পুড়ে গেছে।
বাড়ির মালিক মোকছেদ প্রামাণিক বলেন, তাঁর প্রায় দেড় লাখ টাকাসহ ১৬০ মণ পেঁয়াজ, ৬০ মণ পাট, ২৫ মণ ধান পুড়ে গেছে। সব মিলিয়ে দুই দুই ভাইয়ের ১০ লাখের বেশি টাকার ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডের কারণে তাঁরা পথে বসে গেছেন বলে তিনি জানান।
সাঁথিয়া ফায়ার সার্ভিসের ফায়ারম্যান মোক্তার হোসেন বলেন, অগ্নিকাণ্ডে একটি শিশু মারা গেছে এবং দুই ভাইয়ের ক্ষয়ক্ষতি হয়েছে। শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
কৃতজ্ঞতা স্বীকারঃ প্রথম আলো