ডেস্ক রিপোর্টঃ ভয়াবহ আগুনে ইন্দোনেশিয়ায় জ্বালানি ডিপোতে মৃত্যু ১৭ জন।
এখানে ভয়াবহ আগুনে শিশুসহ অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আছেন অর্ধ শতাধিক।
দমকলকর্মীরা কয়েক হাজার বাসিন্দাকে এরই মধ্যে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। তবে কী কারণে আগুনের সূত্রপাত তা এখনও জানা যায়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত চলছে।
স্থানীয় সময় রাত ৮ টার সময় শুক্রবার (৩ মার্চ) ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার জনবহুল এলাকা তানাহ মেরাহতে একটি জ্বালানি ডিপোতে ভয়াবহ আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দমকলবাহিনী।
দমকলকর্মীরা ৩৭টি ফায়ার ইঞ্জিন ব্যবহার করে অন্তত দেড় শতাধিক আগুন নিয়ন্ত্রণে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে, আগুনের তীব্রতা বেশি হওয়ায় বেগ পেতে হয় তাদের। পরে স্থানীয় সময় রাত ১০ টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।