আলহামদুলিল্লাহ। আল্লাহপাকের অশেষ মেহেরবানী যে, আমাদের অনেকের অনেক দিনের লালিত স্বপ্ন কোমলমতি শিশুদের জন্য ব্যতিক্রমী কোনো কাজ করে তাদেরকে আগামীদিনের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রাণান্ত প্রয়াস চালানোর পদক্ষেপ নেয়া। আর তারই ধারাবাহিকতায় জন্ম হয় শিশুদের জন্য সংগঠন “অল এবাউট দ্য চিলড্রেন”।
এ সংগঠন সকল সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টা ও ভালোবাসায় তার চলার পথে আটটি বছর অতিক্রম করে নবম বছরে পদার্পন করতে যাচ্ছে। এ উপলক্ষ্যে সংগঠনের অনিয়মিত একটি প্রকাশনা “চিলড্রেন্স ভয়েস” শিশুদের জন্য একটি অনলাইন পত্রিকা হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে।
এটি হবে “অফ দ্য চিলড্রেন, বাই দ্য চিলড্রেন, ফর দ্য চিলড্রেন”। অর্থাৎ সারা পৃথিবীর সকল শিশুদের সংবাদই শুধু এখানে প্রকাশ করা হবে, শিশুরাই লিখবে ও পরিচালনা করবে। আমরা বড়রা পেছন থেকে গাইড করবো, শিখিয়ে দিবো। এ ধরণের থিম নিয়ে বাংলাদেশে তো বটেই সম্ভবত পৃথিবীতে এটিই হবে প্রথম পত্রিকা।
নিঃসন্দেহে আমাদের শিশুদের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ। আশা করি সকলের সহযোগিতা ও সহমর্মিতার মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যে এ পত্রিকাটি সারাদেশের সকল শিশুর অন্তরে স্থান করে নিতে সক্ষম হবে ও তাদের প্রতিদিন ভিজিটের কেন্দ্রস্থল হয়ে উঠবে।