নলছিটিতে শিশুকে শিকলে বেঁধে নির্যাতনের মূল হোতা গ্রেপ্তার

Visits:1046

ঝালকাঠির নলছিটিতে সুপারি চুরির অপবাদে ১১ বছরের এক শিশু ও তার বাবাকে শিকল দিয়ে গাছের সঙ্গে বেঁধে টানা ১১ ঘণ্টা নির্যাতনের ঘটনায় লতিফ খান (৫৫) নামের এক ডেকোরেটর ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রাম থেকে গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত সোমবার সন্ধ্যায় ভুক্তভোগীর শিশুর বাবা বাবুল হাওলাদার বাদী হয়ে দুজনকে আসামি করে থানায় মামলা করেন। মামলার অপর আসামি স্থানীয় মাংস বিক্রেতা আব্বাস হাওলাদার। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার রানাপাশা ইউনিয়নের তেঁতুলবাড়িয়া গ্রামের লতিফ খানের বাড়ির আঙিনায় শুকিয়ে রাখা দুই কুড়ি (৪২০টি) সুপারি গত রোববার রাতে চুরি হয়। একই গ্রামের বাসিন্দা দিনমজুর মো. বাবুল হাওলাদার ও তাঁর ১১ বছর বয়সী ছেলে মো. ছাব্বির বিরুদ্ধে চুরির অভিযোগে এনে তাঁদের বাড়ি থেকে আটক করে নিজ বাড়িতে নিয়ে যান লতিফ খান ও স্থানীয় কয়েকজন যুবক। পরে বাড়ির উঠানে আমড়াগাছের সঙ্গে শিকল দিয়ে বেঁধে মধ্যযুগীয় কায়দায় ওই দুজনের ওপর নির্যাতন চালান তাঁরা।

রাত ১২টার দিকে আব্বাস হাওলাদার কাঁচি দিয়ে ওই শিশুর মাথার চুল কেটে দেন। এরপর সারা রাত গাছের সঙ্গে তাঁদের বেঁধে রাখা হয়। সোমবার সকালে সংবাদ ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে তোলপাড় শুরু হয়। অবস্থা বেগতিক দেখে মুচলেকা নিয়ে বাবুল ও তাঁর ছেলেকে ছেড়ে দেন লতিফ।

এ ঘটনা কথা দ্রুত ছড়িয়ে পড়লে পুলিশ প্রশাসনের টনক নড়ে। এরপর অভিযান চালিয়ে অভিযুক্ত লতিফকে গ্রেপ্তার করে পুলিশ।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, শিকলে বেঁধে শিশু নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে। ঘটনার মূল হোতা লতিফকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অপর আসামিকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কৃতজ্ঞতা স্বীকারঃ প্রথম আলো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *