মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের এক দিন পর পাওয়া গেছে শিশুর রক্তাক্ত লাশ। গতকাল শুক্রবার রাতে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের সাইটুলা গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
লাশ উদ্ধার হওয়া শিশুটির নাম মাহিন হোসেন (১০)। সে একই গ্রামের কাঠ ব্যবসায়ী আবুল হোসেনের বড় ছেলে। সে উত্তর সাইটুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় মানুষের বরাত দিয়ে পুলিশ জানায়, অন্যান্য দিনের মতো গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে নামাজ পড়ার জন্য মসজিদের উদ্দেশে ঘর থেকে বের হয়ে যায় মাহিন। এর পর থেকে তার আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন জায়গায় খোঁজ করে স্বজনেরা তার সন্ধান পাননি। শেষ পর্যন্ত গতকাল রাতে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে ধানখেতে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে শিশুটির লাশ উদ্ধার করে।
শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) তীর্থংকর দাশ প্রথম আলোকে বলেন, শিশুটির মাথার চারপাশে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন রয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
কৃতজ্ঞতা স্বীকারঃ প্রথম আলো