বসুন্ধরা গ্রুপের জন্য প্রাণ খুলে দোয়া করেছেন ফরিদপুরে অনুষ্ঠিত ‘কুরআনের নূর পাওয়ার্ড বাই বসুন্ধরা’র প্রতিযোগীরা। সারা দেশের বিভাগে বিভাগে কুরআনের হাফেজদের মিলনমেলা ঘটিয়ে এমন প্রতিযোগিতার উদ্যোগ গ্রহণ করায় বসুন্ধরা গ্রুপ পরিবারকে ধন্যবাদ জানিয়েছেন তারা।
ফরিদপুর শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত কুরআন প্রতিযোগিতায় অংশ নিতে এসেছে হাফেজ মো. মহিবুল্লাহ। সে কালের কণ্ঠকে বলে, ‘ফরিদপুর বিভাগের হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশ নিতে পেরে আমার কাছে অনেক ভালো লাগছে। এমন আয়োজন করার জন্য বৃহত্তর ফরিদপুরবাসী পক্ষ থেকে বসুন্ধরা গ্রুপ ও তার মালিকদের অসংখ্য ধন্যবাদ।’
ফরিদপুরের ভাঙ্গা মারকাজুল নুর ক্যাডেট মাদরাসার শিক্ষার্থী হাফেজ মো. ইসমাইল হোসেন বলে, ‘বসুন্ধরা গ্রুপের এ উদ্যোগে আমরা অত্যন্ত খুশি। এমন উদ্যোগ অব্যাহত থাকুক, বাংলাদেশ কুরআনের আলোতে আলোকিত হয়ে যাক। আমি বসুন্ধরা গ্রুপের গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর স্যারের জন্য প্রাণ খুলে দোয়া করি, মহান আল্লাহ্ যেন তাদেরকে নেক হায়াত দান করেন। তারা যেন এভাবে সারা জীবন কুরআনের পাখিদের পাশে থাকতে পারেন।’
বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটির উদ্যোগে শনিবার সকাল ৯টা থেকে ফরিদপুর শিশু একাডেমি মিলনায়তনে এ প্রতিযোগিতা শুরু হয়েছে। বিকেলে দ্বিতীয় রাউন্ডের কার্যক্রম চলছে।
রাতে ফরিদপুর শিশু একাডেমির হলরুমে তৃতীয় রাউন্ডের পর্ব শেষ হবে। এর আগে সকাল সাড়ে ১১টার দিকে ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা কুরআনের নূর প্রতিযোগিতা অনুষ্ঠান পরিদর্শন করেন।
অডিশনে প্রধান বিচারক হিসেবে রয়েছেন বায়তুল মোকাররম মসজিদের পেশ ইমাম মুফতি মিজানুর রহমান কাসেমী। সহকারী বিচারক হিসেবে রয়েছেন হাফেজ লিয়াকত হোসাইন, মুফতি আব্দুল কাইয়ূম মোল্যা প্রমুখ।
সকাল ৭টা থেকে বৃহত্তর ফরিদপুরের পাঁচ জেলার বিভিন্ন মাদরাসার প্রতিযোগী, অভিভাবক ও শিক্ষক উপস্থিত ছিলেন। এর মধ্যে ৬৬২ জন কোরআনের পাখি রেজিস্ট্রেশন করে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় প্রথম রাউন্ডে ৩০ জনকে বাছাই করা হয়। তাদের মধ্যে ১০ জন প্রতিযোগী দ্বিতীয় রাউন্ডে ওঠে। ঢাকায় অনুষ্ঠিত প্রতিযোগিতার মূল পর্বে ফরিদপুর (পদ্মা) বিভাগ থেকে নির্বাচিত সেরা তিন প্রতিযোগী অংশ নেবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার, বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া, দৈনিক কালের কণ্ঠ পত্রিকার ডেপুটি এডিটর হায়দার আলী, নিউজটোয়েন্টিফোরের ডেপুটি চিফ নিউজ এডিটর আশিকুর রহমান শ্রাবণ প্রমুখ।
এ ব্যাপারে বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক সম্পাদক অ্যাড. জামাল হোসেন মিয়া বলেন, ‘পরিপূর্ণ মানুষ হতে হলে তাকে অবশ্যই ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হতে হবে। ধর্মীয় শিক্ষা আমাদের নীতি-নৈতিকতা ও মানবিক হতে শেখায়। বসুন্ধরা গ্রুপ মাদরাসার শিক্ষার্থীদের পবিত্র কোরআনের বিধি-বিধান ও অনুশাসন মেনে জীবন গড়তে সহায়তা করতে চায়। সে জন্যই কোরআনের পাখিদের নিয়ে দেশব্যাপী এই প্রতিযোগিতার আয়োজন করেছে।’
প্রতিযোগিতায় চ্যাম্পিয়নকে দেওয়া হবে ১০ লাখ টাকা। দ্বিতীয় পুরস্কার সাত লাখ, তৃতীয় পুরস্কার পাঁচ লাখ, চতুর্থ ও পঞ্চম পুরস্কার দুই লাখ টাকা করে। এ ছাড়া প্রত্যেককে সম্মাননাও দেওয়া হবে। সেরা দশের বাকি পাঁচজনও পাবে আর্থিক পুরস্কার ও সম্মাননা। পর্যায়ক্রমে দেশের অন্যান্য বিভাগীয় শহর ও ঢাকার দুই অঞ্চলে অনুষ্ঠিত হবে এ অডিশন। এই প্রতিযোগিতা আসন্ন রমজানে প্রতিদিন নিউজটোয়েন্টিফোর টিভি চ্যানেলে সম্প্রচারিত হবে।
এর মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দৈনিক কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, বাংলানিউজটোয়েন্টিফোরডটকম ও ক্যাপিটাল এফএম রেডিও।
কৃতজ্ঞতা স্বীকারঃ কালের কন্ঠ