রাতে ২১ দিন বয়সী মেয়েকে পাশে নিয়ে মা ঘুমাতে যান। ভোরবেলা ঘুম থেকে উঠে শিশুকে দুধ খাওয়াতে গিয়ে দেখেন সে পাশে নেই। ঘরের জানালা খোলা। তখন বুঝতে আর দেরি হয়নি শিশুটিকে কেউ চুরি করে নিয়ে গেছে।
হবিগঞ্জ সদর উপজেলার হরিপুর গ্রামে গতকাল রোববার ভোরে এ ঘটনা ঘটে। রোববার রাতেই শিশুর বাবা থানায় হবিগঞ্জ সদর মডেল থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন। আজ সোমবার দুপুর পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।
নিখোঁজ শিশুর নাম ফারজানা। সে হরিপুর গ্রামের বাবুল মিয়া ও লিজা বেগমের মেয়ে। শিশুর পরিবারের বরাত দিয়ে থানা-পুলিশ জানায়, গত শনিবার রাতে প্রতিদিনের মতো লিজা তাঁর ২১ দিন বয়সী মেয়েকে নিয়ে ঘুমাতে যান। রোববার ভোরে মেয়েকে খাওয়ানোর জন্য তাঁর ঘুম ভাঙে। এ সময় তিনি দেখেন মেয়ে তাঁর পাশে নেই। ঘরের জানালাও খোলা। পরিবারের অন্য সদস্যরাও এ সময় জেগে ওঠেন। সবাই মিলে আশপাশে খোঁজাখুঁজি করেন।
মেয়ের সন্ধান না পেয়ে বাবুল মিয়া ওই দিন রাতে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। খবর পেয়ে সোমবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
লিজা বেগম বলেন, প্রতিদিন ভোরে তিনি মেয়েকে খাওয়ানোর জন্য জাগেন। রোববার উঠে দেখেন তাঁর পাশে শিশুটি নেই। তারা দিনমজুর মানুষ। হরিপুর এলাকায় একটি ঘর ভাড়া নিয়ে থাকেন। তাঁর ধারণা, প্রতিবেশী বা আশপাশের কেউ তাঁর মেয়েকে নিয়ে গেছেন।
সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) বদিউজ্জামান বলেন, ‘খবর পেয়েই আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। শিশুটি উদ্ধারে পুলিশ কাজ করছে।’ সোমবার বেলা দুইটা পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। তবে তাদের তল্লাশি অব্যাহত আছে।
কৃতজ্ঞতা স্বীকারঃ প্রথম আলো