Visits:472
সৃজনশীল ও উদ্ভাবনী পরিকল্পনার জন্য ১০ শিশুকে পুরস্কৃত করল মোবাইল অপারেটর প্রতিষ্ঠান রবি। ‘আগামীর বাংলাদেশ’ ক্যাম্পেইনের আওতায় দেশের ভবিষ্যৎ প্রজন্মের শিশুদের প্রদত্ত পরিকল্পনা থেকে বাছাই করে এই শিশুদের পুরস্কৃত করা হয়।
পুরস্কার হিসেবে আকর্ষণীয় পদক, সনদপত্র এবং ইলেকট্রনিক গ্যাজেটস তুলে দেওয়া হয় শিশুদের হাতে।
আজ বুধবার রাজধানীর গুলশানে রবির প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে শিশুদের মধ্যে এ পুরস্কার প্রদান পর্ব আয়োজিত হয়।
২৫ বছর উদযাপন উপলক্ষে গত বছরের ১৬ ডিসেম্বর ‘আগামীর বাংলাদেশ’ ক্যাম্পেইন শুরু করে প্রতিষ্ঠানটি। এর আওতায় ভবিষ্যৎ উদ্ভাবন এবং ডিজিটালাইজেশনের ভিত্তিতে আগামী দিনের বাংলাদেশ নিয়ে পরিকল্পনা দেওয়ার সুযোগ পায় শিশু-কিশোররা।
কৃতজ্ঞতা স্বীকারঃ দৈনিক কালবেলা